• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গতকাল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর কাফীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

'গত ৫ আগস্ট আশুলিয়ায় ঘটে যাওয়া একটি ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,' বলেন তিনি।

তবে এর বেশি তথ্য জানাননি তিনি।

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭পিএম, ঢাকা-বাংলাদেশ।