‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ কাহিনী!
০৬:২৭পিএম, ১৫ জানুয়ারি ২০২৪, সোমবার
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। বলিউড বক্স অফিসের শীর্ষ ব্যবসা সফল সিনেমা। সময় বদলালেও যে ছবির ক্রেজ আজও কমেনি এতোটুকু। সম্প্রতি এই ছবি এতোদিন পর আরেকটি বড় সম্মান অর্জন করল। দ্য অ্যাকাডেমির ইন্সটাগ্রাম পেজে জায়গা করে নিল শাহরুখ খান এবং কাজল অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির গান মেহেন্দি লাগা কে রাখনা। গানটির একটি ক্লিপ পেজে শেয়ার করা হয়েছে। যা শাহরুখ খান-কাজল ভক্তদের জন্য অনেক বড় প্রাপ্তি।
বিস্তারিত