• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১

এশার নামাজের পর জেগে থাকা নিয়ে যা বলেছেন মহানবী (সা.)

এশার নামাজের পর জেগে থাকা নিয়ে যা বলেছেন মহানবী (সা.)

প্রতিকী ছবি

পদযাত্রা ডেস্ক

আল্লাহ তায়ালা ঘুম দিয়েছেন মানুষের বিশ্রাম ও প্রশান্তির জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আর তিনিই তোমাদের জন্য রাতকে আবরণ ও নিদ্রাকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময়।’ ( সূরা আল-ফুরকান, (২৫), আয়াত, ৪৭)

অপর এক আয়াতে বর্ণিত হয়েছে, ‘আর তিনি রাতকে মানুষের প্রশান্তির উপায় হিসেবে সৃষ্টি করেছেন’। (সূরা আনআম, আয়াত, ৯৬) সূরা নাবায় আল্লাহ তায়ালা বলেছেন, ‘আর তোমাদের ঘুমকে ক্লান্তি ঘুচানোর উপায় বানিয়েছি’। (সূরা নাবা, আয়াত, ৯)

হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুমাতে বলেছেন। তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠা সুস্বাস্থ্য, সম্পদ আর জ্ঞান লাভের জন্য জরুরি। বুখারি শরিফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ এক-তৃতীয়াংশ রাত পরিমাণ দেরি করে পড়া পছন্দ করতেন, আর এশার আগে ঘুমানো এবং এশার পর না ঘুমিয়ে গল্পগুজব করা অপছন্দ করতেন। (সহিহ বুখারি, হাদিস, ৫৯৯)

৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:৪২পিএম, ঢাকা-বাংলাদেশ।