• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয় ।

 

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করা হয়েছে।

 

তিনি বলেন, শামসুল আলম এখন ডিবি হেফাজতে আছেন।

 

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সাথে জড়িত একাধিক মামলায় সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাকে আজ আদালতে হাজির করা হবে।

১৯ জুন ২০২৫, ০৮:২২পিএম, ঢাকা-বাংলাদেশ।