• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রধান উপদেষ্টার পক্ষে তিন কোটি টাকার আনুদানের চেক গ্রহণ করলেন ত্রাণ উপদেষ্টা

প্রধান উপদেষ্টার পক্ষে তিন কোটি টাকার আনুদানের চেক গ্রহণ করলেন ত্রাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে  মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে ইকোটেক্স  লিমিটেডের কাছ থেকে ৩ কোটি  টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ফারুক ই আজম বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য  প্রতিষ্ঠানটিকে  ধন্যবাদ জানান। 

উল্লেখ্য  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে   ২৪২ টি চেক / পে- অর্ডার/ও ব্যাংক ড্রাফট এর মাধ্যমে এ পর্যন্ত ১০১ কোটি ১৬ লাখ ৭২ হাজার  ৩০৩  টাকার অনুদান গ্রহণ করেন। 

এ সময় অন্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত সচিব এবিএম শফিকুল হায়দার, ইকোটেক্স লিমিটেডের নির্বাহী পরিচালক মো. বিন কাশেম, ফিনান্সিয়াল ডাইরেক্ট সৈয়দ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। 

২৫ জুন ২০২৫, ০৫:৫৯পিএম, ঢাকা-বাংলাদেশ।