• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী

নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী

নিজস্ব প্রতিবেদক

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে আজ সকালে ২১ জনকে পুশ-ইন করেছে। 

পুশ-ইন করার পর বিজয়পুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদেরকে আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৯ জুন তারিখ থেকে ভারতের গোয়েন্দা বাহিনীর সদস্যরা দিল্লির বিভিন্ন এলাকা থেকে পুশ-ইন করা এই সবাইকে একত্রিত করে। এরপর গতকাল  (৯জুলাই) দিল্লির নাজিরাবাদ বিমানবন্দর থেকে বিমানে করে আসাম বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে বিজয়পুর সীমান্ত দিয়ে এদেরকে পুশ-ইন করা হয়।

আটককৃতরা হলেন-হৃদয় (২৮), মোহন (২২), আল আমিন (৩৫), ঝিনুক (২৩), হান্নান (৩০), রুহুল আমিন (২২), ছোঁয়া মজুমদার (২৩), ফারিয়া (২১), সঞ্জনা (২৪), মো. অন্তর (২৬), নেহা (২৯), লিটন (৩৪), আরোহী (২০), মুনমুন (৩৫), রিয়া (৩০), মনি (২১), আলম (৩০), ফয়সাল (২০), পূজা (৩৮), রূপসী (৩২) ও কাউসার (২৭)।

বিজিবি’র নেত্রকোনার অধিনায়ক এ এস এম কামরুজ্জামান বাসস’কে জানান, আটককৃতদের পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ করে, তাদেরকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এরপর জিডি করা হবে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হলে, তারা নিজ নিজ এলাকায় যেতে পারবে।

১০ জুলাই ২০২৫, ০৭:৪৭পিএম, ঢাকা-বাংলাদেশ।