• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত

যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। তবে কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে সেবিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।

রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুবদলের নতুন কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে।

এর আগে, ২০২২ সালের মে মাসে সুলতান সালাহউদ্দিন টুকুকে সভাপতি ও আব্দুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে যুবদলের কেন্দ্রী কমিটি ঘোষণা করে বিএনপি।

১৪ জুন ২০২৪, ১০:২৩এএম, ঢাকা-বাংলাদেশ।