• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

দেশের বাজারে আধুনিক প্রযুক্তির সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক বাইক এনেছে ‘রিভো’

দেশের বাজারে আধুনিক প্রযুক্তির সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক বাইক এনেছে ‘রিভো’

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির দুটি ইলেকট্রিক বাইক এনেছে জনপ্রিয় ব্র্যান্ড ‘রিভো’। নতুন মডেল ‘এ১০’ ও ‘এ১২’ দৃষ্টিনন্দন ডিজাইন, শক্তিশালী ব্যাটারি এবং অসাধারণ পারফরম্যান্স নিয়ে এসেছে। ‘এ১০’ মডেলটি মূলত তরুণদের জন্য আদর্শ, যা গ্রাফিন ব্যাটারির সাহায্যে একবার চার্জে ৬৫-৭৫ কিমি. চলতে পারে এবং সর্বোচ্চ গতি ৩৫ কিমি./ঘণ্টা।

অন্যদিকে, পেশাদার ও করপোরেট ব্যবহারকারীদের জন্য উপযুক্ত ‘এ১২’ মডেলটি ১০০০w মোটর এবং 60V/26Ah ব্যাটারিসহ এক চার্জে ৭৫-৮৫ কিমি. চলতে সক্ষম, যার সর্বোচ্চ গতি ৪৭ কিমি./ঘণ্টা। রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নেইল জানান, ‘আমরা আরও টেকসই ও সাশ্রয়ী ইলেকট্রিক যানবাহন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সাশ্রয়ী মূল্যের এ বাইকগুলোর দাম যথাক্রমে ৭৯,৯০০ টাকা (এ১০) এবং ৯৯,৯০০ টাকা (এ১২)। রিভো গ্রাহকদের সুবিধার জন্য ছয় মাসের ডোরস্টেপ সার্ভিস ও ২৪ মাস পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে।

১২ মার্চ ২০২৫, ০৩:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।