অ্যাপলের বহুল আকাঙ্ক্ষিত আইফোন ১৬ সিরিজের ফোনগুলো উন্মোচিত হয়েছে। স্বাভাবিকভাবেই আইফোনপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্ধুতে এখন আইফোন ১৬ এবং এর সম্ভাব্য নতুন ফিচারসমূহ।
সোমবার (৯ আগস্ট) উল্লেখ্য আইফোনের নতুন সিরিজ ছাড়াও আজকের ‘গ্লোটাইম’ ইভেন্টে উন্মোচিত হয়েছে অ্যাপলের নতুন সিরিজের এয়ারপড ও অ্যাপল ওয়াচ। চলুন তাহলে অ্যাপলের বহুল প্রতীক্ষিত এই ‘গ্লোটাইম’ ইভেন্ট সম্পর্কিত কিছু তথ্য জেনে নেওয়া যাক:
আইওএস ১৮ ও আইওএস