খাগড়াছড়ি: অর্ধশতাধিক গাছ কেটেছে দুর্বৃত্তরা
জেলার পানছড়ি উপজেলা সড়কে পঞ্চাশটির বেশি রেইনট্রি বড় গাছ কেটেছে দুর্বৃত্তরা। সম্প্রতি হরতাল ও অবরোধ চলাকালে সড়ক প্রতিবন্ধকতা তৈরি করার জন্য এই গাছগুলো কাটা হয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা বলেন, দুঃখজনক ঘটনা হলেও সত্য যে, বিভিন্ন কর্মসূর্চির নাম দিয়ে সড়কের দু’ধারে গাছ কাটা হয়েছে। সড়কের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে তেমন পরিবেশের ক্ষতি হচ্ছে।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা বলেন, গাছগুলো মূলত সড়ক বিভাগের। বন বিভাগ রোপণের কোনো গাছ নেই। সংশ্লিষ্ট কার্যালয় যদি আমাদের সহযোগিতা চাই তাহলে আমরা এ ব্যাপারে সহযোগিতা করব।
খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রনেল চাকমা বলেন, পানছড়ি সড়কে সৌন্দর্য বর্ধনের পঞ্চাশটির বেশি রেইনট্রি বড় গাছ কেটেছে। এ ঘটনার জন্য আমরা থানায় জানিয়েছি।