ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে ৩০০ ফিট সড়কের মাস্তুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বংশাল নবাব কাটারা এলাকার নবাব মিয়ার ছেলে সজিব হোসেন (৩৫) ও রোমান (৩৩)। রোমানের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। আর আহত ব্যক্তির নাম দ্বীন মোহাম্মদ (৩৫)। তার বাসা কেরানীগঞ্জের জিনজিরা এলাকায়।
খিলক্ষেত থানার এসআই মো. শহিদুল ইসলাম জানান, ভোররাতে মোটরসাইকেলে তিনজন পূর্বাচল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। ৩০০ ফিট সড়কের মাস্তুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রোমান মারা যান।
আহত দুজনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টায় সজিব মারা যান। আহত দ্বীন মোহাম্মদ এখনো হাসপাতালে চিকিৎসাধীন।