• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
আলজেরিয়া

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় চমক দেখালেন হবিগঞ্জের বশির

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় চমক দেখালেন হবিগঞ্জের বশির

ছবি- সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের কিশোর হাফেজ বশির আহমদ (১৩)। বিশ্বের ৯০ দেশের সেরা হাফেজদের নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

বুধবার ফাইনাল রাউন্ডে ২০ দেশের প্রতিযোগীর মাঝে তৃতীয় স্থান অর্জন করে হাফেজ বশির। দ্বিতীয় ও প্রথম স্থান অর্জন করে যথাক্রমে আলজেরিয়ার ইউসুফ আবদুর রহমান ও লিবিয়ার আহমেদ আলম।

হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের বাসিন্দা মো. আব্দুর রশিদ চৌধুরী ও বুশরা চৌধুরীর ছেলে বশির ২০২১ সালের পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় দেশসেরা হাফেজ নির্বাচিত হয়েছিল।

বশিরের কুরআন শিক্ষক ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অধ্যক্ষ নেছার আহমাদ-আন-নাছিরী বলেন, আমার ছাত্র মাত্র পাঁচ মাসে হিফজ শেষ করেছিল।

তিনি জানান, আরেকটি বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১৪ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে যাবে বশির।

০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৩পিএম, ঢাকা-বাংলাদেশ।