• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

ঘুমধুম থেকে ১০০ বিজিপিকে টেকনাফে স্থানান্তর

ঘুমধুম থেকে ১০০ বিজিপিকে টেকনাফে স্থানান্তর

ছবি- সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি’র ১০০ সদস্যকে স্থানান্তর করা হয়েছে। টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে তাদের সরিয়ে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বান্দরবান জেলার পুলিশ সুপার সৈকত শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকেলে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের কড়া নিরাপত্তায় সড়ক পথে সেখানে নিয়ে যাওয়া হয়।

এর আগে, গতকাল বুধবার টেকনাফের উলুবনিয়া সীমান্ত দিয়ে প্রবেশ করা ৬৪ বিজিপি সদস্য হ্নীলা উচ্চ বিদ্যালয়েই অবস্থান করছেন।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, 'মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত ৩৩০ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। নিরাপত্তাজনিত কারণে তাদের মধ্যে ১০০ জনকে টেকনাফের হ্নীলাতে স্থানান্তর করা হয়েছে।'

টেকনাফ বিজিবি ব্যাটালিয়ন-২ এর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, হ্নীলা উচ্চ বিদ্যালয়ে অবস্হান করা বিজিপি সদস্যদের নৌপথে মিয়ানমারে ফেরত পাঠানো হবে টেকনাফের জেটি দিয়ে। তাদের ফেরত পাঠানোর যাবতীয় প্রস্তুতি চলছে।

০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৯পিএম, ঢাকা-বাংলাদেশ।