দুই অটোরিকশার চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত বিচ্ছিন্ন
প্রতিকী ছবি
কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় আরিয়ান (২৫) নামে এক শিক্ষার্থীর হাত কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। বুড়িচং-শাসনাগাছা রোডে এ ঘটনা ঘটে। পরে ওই শিক্ষার্থী বিচ্ছিন্ন হাত নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরে তাকে ঢাকায় রেফার করা হয়।
আহত আরিয়ান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বুড়িচং-শাসনগাছা আওয়ামী লীগের অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এই বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, বিষয়টি তদন্ত করছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।