নতুন শিক্ষাক্রমে পরিবর্তন আনা হবে: শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষাক্রম এখনই শতভাগ স্থায়ী নয়। নানা চ্যালেঞ্জ থাকা স্বত্ত্বেও নতুন শিক্ষাক্রম ও এর মূল্যায়ন পদ্ধতিতে বিচার-বিশ্লেষণের মাধ্যমে বেশকিছু পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
শুক্রবার বিকালে রাজধানীর বনানীস্থ মন্ত্রীর বাসভবনে এডুকেশন রিপোটার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাক্রমে অনেক চ্যালেঞ্জ রয়েছে। মূল্যায়ন পদ্ধতির চ্যালেঞ্জের কথা যদি বলেন সেখানে বলবো, নতুন শিক্ষাক্রম নিয়ে বেশকিছু ইনপুট আসছে। এগুলো আমরা বিচার-বিশ্লেষণ করে দেখছি। এখানে মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন করতে হবে। এছাড়া নতুন শিক্ষাক্রমে আরও বেশকিছু পরিবর্তন করতে হবে।’
মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘নতুন শিক্ষাক্রমে এখন যে একেবারে শতভাগ স্থায়ী তা কিন্তু নয়। আমরা এর আগেও বলেছি, নতুন শিক্ষাক্রম নিয়ে যে ধরনের সংশোধনী আসবে সেগুলো সমাধান করবো।’
তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে বেশি নজর দেবেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাকে নতুন সরকারের নতুন দায়িত্ব দিয়েছেন। পূর্বের অভিজ্ঞতার আলোকে আমরা সব অংশীজনের সঙ্গে আলোচনা করে কাজ করবো। আমরা কর্মসংস্থানের বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি। স্মার্ট বাংলাদেশে, স্মার্ট জেনারেশনের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।’
কর্মসংস্থানের বিষয়টি মাথায় নিয়ে পুরো শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘কর্মসংস্থান সংশ্লিষ্ট দক্ষতাগুলো নতুন কারিকুলামে নিয়ে আসতে চাই, যাতে শিক্ষার্থীরা কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে নিজেদের শিক্ষা বিষয়ে পরিকল্পনা সাজাতে পারে।’